এবার থেকে পাল্টে যেতে পারে নিয়ম, তেমনই ইঙ্গিত মিললো কেন্দ্র সরকারের তরফে। কোনও রিচার্জ না থাকলেও, শুধু মাত্র ইন্টারনেট কানেকশনের মাধ্যমেই হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো একাধিক সোশ্যাল মিডিয়া থেকে বিনামূল্যে ভয়েস কল করা যায়। এতে স্বাভাবিকভাবেই যে প্রচুর মানুষের সুবিধা হয় আপতকালীন পরিস্থিতিতে। কিন্তু এই ফ্রি’র কল করার দিন হয়তো শেষ হতে চলেছে।
রিপোর্ট অনুযায়ী, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই-এর থেকে ইন্টারনেট বেসড কল নিয়ন্ত্রণ সম্পর্কে মতামত জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় টেলিকম দফতর বা ডট। আসলে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি এতদিন ধরে দাবি করে এসেছে ‘একই পরিষেবায় একই নিয়ম’-এর। এবার সেই বিষয়টিই ভালোভাবে তলিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর যদি এই প্রস্তাবে সায় দেওয়া হয়, তাহলে বন্ধ হতে পারে ফ্রি ভয়েস কল পরিষেবা।
যে সময় ইন্টারনেট কল এত জনপ্রিয় ছিল না, সেই সময় ট্রাই এই বিষয়ে নিজেদের মতামত দিয়েছিল। কিন্তু এখন ২০২২ সালে দাঁড়িয়ে পরিস্থিতি অনেক বদলেছে, উন্নত প্রযুক্তি এসেছে। তাই বিষয়টি আরও একবার খতিয়ে দেখা হবে। ট্রাই জানিয়েছিল, ইন্টারনেট পরিষেবা যারা প্রদান করছে তারা সাধারণ টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট কল প্রদানের অনুমতি পেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে তাদের ইন্টারকানেকশন ফি দিতে হবে। পুরো বিষয়টিই আছে প্রাথমিক পর্যায়ে।