সরকারি বিদ্যালয়ে দুষ্কৃতি হানা, শহর শিলিগুড়ির নিরাপত্তা ফের প্রশ্নচিহ্নের মুখে

নিরাপত্তা বেষ্টনী ভেদ করে দুঃসাহসিক চুরির চেষ্টা। শহরের নিরাপত্তা ফের প্রশ্ন চিহ্নের মুখে। শহর শিলিগুড়িতে অপরাধমূলক কার্যকলাপ মাত্রা ছাড়িয়েছে। চুরি ছিনতাই প্রায় নিত্য দিনের ঘটনা। পুজোর মুখে এই অপরাধমূলক কার্যকলাপ বরাবর বৃদ্ধি পায়। পুলিশ প্রশাসনও টহলদারি বাড়ানোর আশ্বাস দিয়ে থাকে। তবে তার মধ্যেও একেবারে সরকারি স্কুলের তালা ভেঙে অফিস ঘরে ঢুকে তছনছ করল আলমারি থেকে শুরু করে শোকেস সহ সমস্ত ফাইলপত্র। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির সুভাষপল্লির উচ্চ বালিকা বিদ্যালয়ে এমনই দুঃসাহসিক চুরির চেষ্টার ঘটনায় হতবাক স্কুল কতৃপক্ষ। এই বিদ্যালয়ে রয়েছে আটচল্লিশটা সিসি ক্যামেরা। এতগুলি ক্যামেরার ফাঁক গলে দুষ্কৃতিদের নিস্তার পাওয়া বাস্তবিকই কঠিন বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুম্পা সাহা জানান, এদিন সকালের প্রাথমিক বিভাগের বিদ্যালয় কতৃপক্ষের বিষয়টি প্রথমে নজরে আসে। তারাই প্রধান শিক্ষিকাকে খবর দেয়। প্রধান শিক্ষিকা সহ বিদ্যালয় কতৃপক্ষ খবর পাওয়ার সাথে সাথেই বিদ্যালয়ে এসে দেখেন একের পর এক তালা ভাঙা সমস্ত কাগজপত্র তছনছ অবস্থায় পড়ে রয়েছে। এদিকে খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রধান শিক্ষিকা বলেন,থানার লিখিত অভিযোগ জানানো হয়েছে। বিদ্যালয়ের ভিতরে টাকা পয়সা কিছুই থাকে না আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে কিছুই চুরি যায় নি। তবে ফাইল থেকে কিছু খোওয়া গেছে কিনা জানিনা।

তাই এই ঘটনার পর প্রশ্ন উঠছে দুষ্কৃতিরা কি টাকা পয়সা চুরি করতে এসেছিল নাকি অন্য কোনো অভিসন্ধি ছিল? ধন্দে বিদ্যালয় কতৃপক্ষ। এই ঘটনার পর শহরে নিরাপত্তার অভাববোধ করছে শহরবাসীরা।