ডেঙ্গু নিয়ে আতঙ্কিত জলপাইগুড়ি জেলার গ্রাম অঞ্চলের বাসিন্দারা

এবার ডেঙ্গি জলপাইগুড়ি জেলার গ্রাম অঞ্চলের বাসিন্দাদের ভাবাচ্ছে। নতুন করে ডেঙ্গির হদিশ জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনি এলাকায়।

একই বাড়ির দুজন ডেঙ্গু আক্রান্ত হয়ে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।
শুক্রবার পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনু রঞ্জন সরকার জানান, ডেঙ্গুতে আক্রান্ত নতুন করে দুজন। তবে কিছুটা হলেও উদ্বেগ বাড়ছে। ময়লা আবর্জনা ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করা এবং মাইকিং করে সচেতনতা বার্তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।