দুর্গাপূজো শেষ ,চলছে বিজয় সম্মেলনে। এই বিজয়া সম্মেলনিকে সামনে রেখে কোচবিহারের বিজেপি জেলা পার্টি অফিসে দেখা গেল একাধিক নেতা কর্মীদের ভিড় উপস্থিত দেশের স্বরাষ্ট্রের প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক, বিজেপির জেলা সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় এবং অন্যান্য বিধায়কেরাও,সেই সাথে উপস্থিত ছিলেন প্রাক্ত ন জেলা বিজেপি সভাপতিরাও।বিজয়া সম্মিলিত তারা মিষ্টিমুখ করেন এবং আগামী দিনগুলিতে কিভাবে তারা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়বেন সেই আলোচনাও এদিনের এই কর্মসূচিতে হয়।
Related Posts
বির চিলারায়ে মূর্তি স্থাপনের কাজের পরিদর্শনে এলেন পার্থপ্রতিম রায়
অসম থেকে কোচবিহারে ঢোকার মুখেই দেখতে পাওয়া যাবে বীর চিলা রায়ের মূর্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা মোতাবেক প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে ২.৫ টন ওজনের ২৪ ফুট লম্বা বীর চিলা রায়ের মূর্তি বসানোর কাজ চলছে কোচবিহার শহরের উপকন্ঠে বাবুরহাট চকচকা…
লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দিনহাটা শহর ও শহর সংলগ্ন একাধিক ওয়ার্ড
নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দিনহাটা শহর ও শহর সংলগ্ন একাধিক ওয়ার্ড।গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে দিনহাটা সহ গোটা জেলায়।বিশেষ করে গতকাল ভোর রাত থেকে এই বৃষ্টি আরও ব্যাপক আকার ধারণ করে। অবিরাম বৃষ্টির জেরে দিনহাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড…
আসন্ন উৎসবের মরশুমে আতশবাজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা কোচবিহারে
আসন্ন উৎসবের মরশুমে আতশবাজি নিয়ে যেন কোনরকম কোন দুর্ঘটনা না ঘটে এই বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কোচবিহার জেলা প্রশাসন।শনিবার কোচবিহার ল্যান্সডাউন হলে এই কর্মশালার সূচনা করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান।তিনি বলেন,সম্প্রতি আতশবাজি নিয়ে রাজ্যে ঘটে যাওয়া বেশ…