IPL এ চ্যাম্পিয়ন হওয়ার পরেই বিয়ের পিঁড়িতে ভেঙ্কটেশ আইয়ার

IPL (2024) এ চ্যাম্পিয়ন হওয়ার পরেই নতুন জীবন শুরু করলেন KKR তারকা ভেঙ্কটেশ আইয়ার। পুরোনো প্রেমিকা শ্রুতি রঙ্গনাথনের সাথেই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। বাগদান আগেই হয়েছিল। অবশেষে IPL (2024) মিটিয়ে বিয়েতে সময় দিচ্ছেন চ্যাম্পিয়ন।

আজ সাত পাকে বাঁধা পড়লেন তরুণ ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটেশ আইয়ার তারকা ক্রিকেটার বান্ধবী শ্রুতি রঙ্গনাথকে বিয়ে করেন। খুব সাধারণ ভাবেই আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ভেঙ্কটেশ আইয়ার ভারতের হয়ে মোট ৯ টি-টোয়েন্টি এবং ২টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এছাড়াও তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন । তিনি তাঁর কেরিয়ারে মোট ৫০টি ম্যাচ খেলেছেন এবং ১৩২৬ টি রান করেছেন। হাঁকিয়েছেন একটি সেঞ্চুরিও।