বারাণসীর আদলে পূজা এবার কলকাতাতেও

চলছে পূজার মরশুম, দুর্গোৎসব শেষ হতেই প্রস্তুতি শুরু কালীপূজার৷ এ বার বারাণসীর দশাশ্বমেধ ঘাটের মতো কলকাতাতেও পালিত হবে দেব দীপাবলি উৎসব। কলকাতা পুরসভা সূত্রের খবর, আগামী ২৫ এবং ২৬ নভেম্বর বাজে কদমতলা ঘাটে সরকারি উদ্যোগে দেব দীপাবলি উৎসব পালিত হবে।

উৎসবে আমন্ত্রিতের তালিকায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় ১০ হাজার প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হবে গঙ্গার ঘাট। দেব দীপাবলি উৎসব উপলক্ষে ফি বছর কার্তিক পূর্ণিমায় আলোয় ঝলমল করে ওঠে কাশী বিশ্বনাথ মন্দির চত্বর-সহ দশাশ্বমেধ ঘাট। কয়েক লক্ষ প্রদীপ জ্বালানো হয় এই সময়৷

এই উৎসবের সাক্ষী থাকতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বারাণসীতে আসেন। ঘটনাচক্রে, বারাণসী হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনী কেন্দ্র। তিনি নিজেও দেব দীপাবলি নিয়ে ‘উৎসাহী’। একবার জাপানের প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসাবে ওই অনুষ্ঠান দেখার জন্য নিয়ে গিয়েছিলেন৷