রেল যাত্রীদের কথা মাথায় রেখে একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছে রেল কতৃপক্ষ। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের সামগ্রিক পরিসংখ্যান সামনে এনেছেন।
এছাড়াও, তিনি আরও ৯ টি নতুন বন্দে ভারত ট্রেনকে সবুজ পতাকা দেখিয়েছেন। মূলত, এই নয়টি ট্রেন মোট ১১ টি রাজ্য জুড়ে চলাচল করবে। সেগুলি হল রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, ওড়িশা, ঝাড়খণ্ড এবং গুজরাট।
প্রধানমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত ১.১১ কোটি মানুষ বন্দে ভারত ট্রেনে চড়েছেন। এতদিন ২৫ টি বন্দে ভারত ট্রেন চলছিল। তবে, এবার আরও ৯ টি ট্রেন যুক্ত হল। এছাড়াও, প্ৰধানমন্ত্রী আশাবাদী যে, সেই দিন বেশি দূরে নয় যেদিন বন্দে ভারত ট্রেন দেশের সমস্ত অংশকে সংযুক্ত করবে।