একের পর এক নতুন আতঙ্কের সৃষ্টি হচ্ছে বিশ্বে। বিগত দু বছরের বেশি সময় ধরে সারা বিশ্বে ত্রাস সৃষ্টি করেছে করোনা সংক্রমণ। এরই পর মাঙ্কিপক্স নিয়ে বাড়ছে চিন্তা। এই আবহেই নতুন ভোগের আবির্ভাব ইরাকে। চলতি মাসেই বিশ্বজুড়ে করোনার বাড়বাড়ন্তের মধ্যে মাথাচাড়া দিয়েছে আরও এক সংক্রামক রোগ মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব। ইতিমধ্যেই এই দুই সংক্রমণকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে রক্ষে নেই এখনই। কারণ আরও এক অজানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। সম্প্রতি ইরাকে এই রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছে।
প্রচণ্ড জ্বর এবং নাক থেকে অনর্গল রক্তপাত, এই রোগের প্রাথমিক লক্ষণ। আর এই প্রচুর পরিমাণে রক্তপাতের ফলেই মৃত্যু হচ্ছে রোগীর! কিন্তু কী ভাবে বা কেন এই রক্তপাত হচ্ছে তা বোঝা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, ইতিমধ্যেই এই রোগের কারণে ইরাকে মৃত্যু হয়েছে ১৯ জনের। আরও বেশ কয়েক জন হাসপাতালে ভর্তি রয়েছে। একই সঙ্গে তারা এও জানিয়েছে, এটাও একটি ভাইরাস এবং প্রথমে একজন স্বাস্থ্যকর্মী এতে আক্রান্ত হন। কিন্তু কোথা থেকে এই ভাইরাস এসেছে তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। কিন্তু চিকিৎসকরা পিপিই কিট পরেই কাজ করছেন। অনুমান করা হচ্ছে, কোনও কীটনাশক থেকে এই ভাইরাস ছড়িয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের নাম দিয়েছে ‘ক্রিমিয়ান-কঙ্গো হেমারেজিক ফিভার’। এখনও পর্যন্ত ইরাকে এই অসুখে আক্রান্ত হয়েছেন ১১১ জন। ‘হু’ বলছে, কোনও পতঙ্গ এই ভাইরাসের বাহক হতে পারে। তাদের থেকে দ্রুত ছড়াচ্ছে এই রোগ। কোনও ভাবে তারা এই কীটনাশক খাচ্ছে তারপর তারাই মানুষকে দংশন করছে। ফলে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত বছরও কয়েক জন এই রোগে আক্রান্ত হয়েছিল বলে খবর। কিন্তু এখন এর বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে।