জেলাল মিয়ার পরিবারের সঙ্গে দেখা করলেন উদয়ন গুহ এবং গিরীন্দ্রনাথ বর্মন

শীতলকুচির লালবাজার এলাকায় বিএসএফ এর হেফাজতে জেলাল মিয়ার মৃত্যুর ঘটনার পর জেলাল মিয়ার পরিবারের সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। আজ শীতলকুচির মরিচা এলাকায় জেলাল মিয়ার পরিবারের সঙ্গে দেখা করার পর তাদের পাশে থাকার আশ্বাস দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, এরা সিবিআই লেলিয়ে দেয় ইডি লেলিয়ে দেয় কিন্তু বিএসএফ সিআইএসএফ লেলিয়ে দিয়ে হত্যা হলে তার কোনো বিচার হয়না। সীমান্তবর্তী এলাকার মানুষের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়। প্রেম কুমার বর্মনের হত্যা এবং জেলাল মিয়ার হত্যাকে এক করে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।