পুরসভার একাউন্ট থেকে টাকা উধাওয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের নাম মোঃ ইশাক ও ওয়াসিম আক্রাম। কলকাতার মুচিপাড়া থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে। গত ১২ ও ১৩ নভেম্বর বালুরঘাটে রাষ্ট্রায়ত্ব একটি ব্যাংকের একাউন্ট থেকে বালুরঘাট পুরসভার উধাও অর্থের পরিমান 14,40,068 টাকা। বিষয়টি নজরে আসা মাত্রই পুরসভার তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া থানায় একই দিনে একই ধরণের ঘটনা ঘটায় সন্দেহ হয় পুলিশের। তৎক্ষণাৎ তদন্ত শুরু করে দুইজনকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই বালুরঘাট থানার পুলিশ কোলকাতায় পৌঁছেছে। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, ধৃতদের বালুরঘাটে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
Related Posts
ইডি-র দাবি রাজসাক্ষী হয়ে চাইছেন অর্পিতা
তদন্তে তৎপরতার সাথে সাথে প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। সম্প্রতি মহানগরীর বুকে কোটি কোটি টাকা নাগাদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট…
SC grants bail to Indrani Mukerjea in her daughter Sheena Bora murder case
The Supreme Court on Wednesday granted bail to Indrani Mukerjea accused in her daughter’s, Sheena Bora, murder case. A bench headed by Justice Nageswara Rao noted that she has been in jail for over six years and the trial won’t…
Delhi school bomb threat
students of a school were evacuated on Wednesday when the school in south Delhi received a threat via email. Indian Public School in Sadiq Nagar at 10:49 am, received an email claiming that a bomb has been planted on the…