এই মুহূর্তে বাংলার একটি ঘটনা নির্মম সাড়া ফেলেছে প্রায় গোটা গোটা বিশ্বে। সম্প্রতি মালদার ভরা হাটে দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি। তবে শুধু মারধরই নয়, ওই দুই নির্যাতিতাকে গ্রেফতারও করে পুলিশ। পরে জামিনও পান ওই দুই মহিলা।
প্রসঙ্গত, গত সপ্তাহে দুই মহিলাকে চোর সন্দেহে বিবস্ত্র করে বেধড়ক মারধর, জুতোপেটা করার অভিযোগ ওঠে মালদার বামোনগোলা থানার পাকুয়াহাট এলাকা থেকে। হাটে পকেটমার সন্দেহে প্রথমে ওই দুই মহিলাকে আটক করা হয়। এরপরই বিবস্ত্র করিয়ে চলে মারধর।
চরম নিন্দনীয় এই ঘটনার ভিডিও ভাইরাল হলে শোরগোল পড়ে যায় রাজ্যে। পুলিশ খবর পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা করা তো দূর উল্টে নির্যাতিতাদেরই ফাঁড়ি ভাঙচুরের মামলা দিয়ে জেলে পাঠায়। জামিনে ছাড়া পেলেও তাদের সাথে যা ঘটেছে নিয়ে নিয়ে এখনও আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন দুই নির্যাতিতা। এদিন ছাড়া পেয়ে নিজের বাড়ি যাওয়ার বদলে অজ্ঞাতস্থানে চলে যান দুজনেই।