সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো রয়েছে মৃতদেহ। এই পরিস্থিতিতেই প্রায় একই জায়গায় প্যান্টোগ্রাফ ভেঙে গেল দুটি ট্রেনের। জানা যাচ্ছে, পূর্ব বর্ধমানের ঝাপটেরঢাল স্টেশনের কাছে আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ও আপ হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে গিয়েছে।
ওই দুটি ট্রেনের পিছনে আরও কয়েকটি ট্রেন আটকে পড়েছে। বিষয়টি নিয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, প্যান্টোগ্রাফ সারানোর জন্য রেলের দুটি টাওয়ার ভ্যান ইতিমধ্যে কাজ শুরু করেছে। দুটি ট্রেনই যাতে যত দ্রুত সম্ভব গন্তব্যের উদ্দেশে রওনা করতে পারে, সেজন্য যাবতীয় চেষ্টা করা হচ্ছে।
বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, আপাতত ঝাপটেরঢালের কাছে আটকে আছে ১২৩৪৫ আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস এবং ১৩০১১ আপ হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।