চুরির সামগ্রী সহ ধৃত দুই কুখ্যাত দুস্কৃতি

সঞ্জয় রায় ওরফে লাদেন এর নাম বারে বারে উঠে এসেচ্ছে অসামাজিক কাজে।বিগত সময় একাধিকবার অপরাধমুলক কাজের অপরাধে হাজতবাস হলেও আজও তার কর্মকান্ড থেমে থাকেনি। আবারও সেই চুরির অভিযোগে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের হাতে পাকরাও হল সঞ্জয় রায় ওরফে লাদেন। সাথে গ্রেফতার তার আরেক সঙ্গি রিজু বিশ্বাস দুজনই শান্তিপাড়ার বাসিন্দা। গত অক্টোবর মাসের ৫তারিখ ভবেশ মোড় সংলগ্ন একটি জুয়েলারী দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর তদন্তে নামে পুলিশ। দির্ঘ প্রায় আড়াই  মাস পর অবশেষে মেলে সাফল্য। বুধবার রাত্রে সেই দোকানের চুরির সামগ্রী সহ শান্তিপাড়া থেকে গ্রেফতার করা হল লাদেন ও তার সঙ্গিকে।বৃহস্পতিবার ধৃত এই দুই কুখ্যাত দুস্কৃতিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।