রাজ্য জুড়ে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। এরই মাঝে চিন্তা বাড়ছে আসন্ন গঙ্গাসাগর মেলা নিয়ে। করোনা আবহে গঙ্গাসাগর মেলায় সম্মতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার মেলা নিয়ে দুই সদস্যের নতুন কমিটি গড়ল উচ্চ আদালত। এই কমিটির দুই চেয়ারপার্সন হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এবং রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির সদস্য সচিব। মেলা সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দুই সদ্যের এই কমিটি নেবে।
করোনা পরিস্থিতিতে হাই কোর্টের সাফ নির্দেশ, টিকার দুটি ডোজ সম্পন্ন হলে এবং তার শংসাপত্র থাকলে তবেই সাগরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আগত পুণ্যার্থীরা টিকার দু’টি ডোজ নিয়েছেন কি না, তা নিশ্চত করার দায়িত্ব বর্তাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মুখ্যসচিবের উপরে৷ মেলা সংক্রান্ত নির্দেশিকায় আরও বলা হয়েছে, মেলায় যাওয়ার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক। রিপোর্ট নেগেটিভ এলে তবেই সাগরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এই সকল শর্তগুলি যথাযথ ভাবে মানা হচ্ছে কি না, সেদিকে নজর রাখবে এই কমিটি।