আরও দুই গ্রেফতার হল দুর্নীতি মামলায়

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের নানান প্রান্তে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।

এবার এই মামলায় এক তৃণমূল নেতা এবং তাঁর ভাইকে গ্রেফতার করা হল। রেশন দুর্নীতির সূত্রে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন দেগঙ্গার তৃণমূল কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ভাই মুকুল রহমান ওরফে আলিফ নুর। বেশ কিছু নথিও নিয়ে আসতে বলা হয়েছিল আনিসুর এবং আলিফকে। জানা যাচ্ছে, ইডি দফতরে হাজিরা দেওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর গ্রেফতার করা হয়েছে আনিসুর এবং আলিফকে।

উল্লেখ্য, এই মামলায় আগেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছেন। তাঁর ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত ব্যবসায়ী বাকিবুর রহমানকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। এবার দেগঙ্গার তৃণমূল নেতা এবং তাঁর ভাইকে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা।