বৃহস্পতিবার কোচবিহার রাজাবাজার এলাকায় মুখোমুখি দুটি বাইকের সংঘর্ষে আহত এক গর্ভবতী মহিলা সহ দুইজন। স্থানীয় সূত্রে জানা যায় দুই দিক থেকে দুটি বাইক একজন হরিণচড়া দিকে যাচ্ছিল এবং অপরজন স্ত্রী ও সন্তানকে নিয়ে খাগড়াবাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় রাজাবাজার বাঁধের পাড় এলাকায় দুটি বাইক মুখোমুখি সংঘর্ষ হয়। জানা যায় বাইক আরোহী নেশাগ্রস্ত অবস্থায় থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রেলিংয়ে ধাক্কা মারে ও পরে অপর আরেকটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরিবার সহকারে ওই বাইক আরোহী যাচ্ছিলেন তার গর্ভবতী স্ত্রীকে গুরুতর অবস্থায় আহত হয়ে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অপর দুইজন ও চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ,পুলিশ সূত্রে জানানো হয়েছে বাইক দুটিকে আটক করে থানায় নিয়েআসা হয়েছে,ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Posts
গল্প ভেল্লিকদম
ভেল্লিকদম প্রশান্ত কুমার রায় স্কুলটির নাম খারিজা বিদ্যাপীঠ। পেছনে বিরাট বাঁশবন, তারপরেই ধল্লা নদী শ্বাসকষ্ট নিয়ে কোনও রকমে জীবন বয়ে চলে; বয়ে নিয়ে যায় এপারের স্পর্শ ওপারে; কাঁটাতার মনে মনে খুব রাগ করে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার থেকে একশ মিটার…
পরম্পরা মেনে রাজ আমলের কোচবিহারে বড় দেবীর ষষ্ঠী পূজো অনুষ্ঠিত হলো
রাজ আমলের কোচবিহারের বড় দেবীর ষষ্ঠী পূজো অনুষ্ঠিত হলো পরম্পরা মেনে। ষষ্ঠী পূজোর দিন সকাল থেকেই বড় দেবী মন্দিরে ভিড় জমায় ভক্তরা।কোচবিহারের মহারাজা নরনারায়ণের আমল থেকেই প্রায় ৫০০ বছরের পুরনো এই বড় দেবীর পূজো আজও হয়ে আসছে রাজ আমলের রীতিনীতি…
কোচবিহার ল্যান্সডাউন হলে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার অধিকারের উদ্যোগে কোচবিহার ল্যান্সডাউন হলে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। কোচবিহার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেন অনুষ্ঠানে৷এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পবন কদিয়ান,উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ বিশিষ্টজনেরা।