বৃহস্পতিবার কোচবিহার রাজাবাজার এলাকায় মুখোমুখি দুটি বাইকের সংঘর্ষে আহত এক গর্ভবতী মহিলা সহ দুইজন। স্থানীয় সূত্রে জানা যায় দুই দিক থেকে দুটি বাইক একজন হরিণচড়া দিকে যাচ্ছিল এবং অপরজন স্ত্রী ও সন্তানকে নিয়ে খাগড়াবাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় রাজাবাজার বাঁধের পাড় এলাকায় দুটি বাইক মুখোমুখি সংঘর্ষ হয়। জানা যায় বাইক আরোহী নেশাগ্রস্ত অবস্থায় থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রেলিংয়ে ধাক্কা মারে ও পরে অপর আরেকটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরিবার সহকারে ওই বাইক আরোহী যাচ্ছিলেন তার গর্ভবতী স্ত্রীকে গুরুতর অবস্থায় আহত হয়ে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অপর দুইজন ও চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ,পুলিশ সূত্রে জানানো হয়েছে বাইক দুটিকে আটক করে থানায় নিয়েআসা হয়েছে,ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Posts
ভেঙে পড়ছে ছাদের চাঙর,দুশ্চিন্তায় বড় বাজারের ব্যবসায়ীরা
মাঝেমধ্যেই ভেঙে পড়ছে ছাদের চাঙর আর এই কারণেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কোচবিহারের বড় বাজারের ব্যবসায়ীদের কিছু অংশ।দীর্ঘদিন ধরে কোচবিহারের বড় বাজারে পুরনো বিল্ডিংয়ের ব্যবসায়ীরা অভিযোগ করে আসছেন।দিনের পর দিন চাঙর ভেঙে পড়লে আগামীতে কোন ক্রেতা আর আসতে চাইবেন না তাদের…
কামতেস্বরী সেতু থেকে সিঙ্গীমারী নদীতে ঝাঁপ এক কিশোরীর
কামতেস্বরী সেতু থেকে সিঙ্গীমারী নদীতে ঝাঁপ এক কিশোরীর, ঘটনায় চাঞ্চল্য। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ এই ঘটনা ঘটে। সিতাই দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বছর চব্বিশের এক কিশোরী বহুদিন থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পরিবারের তরফে জানানো হয়…
অগ্নি নিরাপত্তা সচেতনতা শিবির অনুষ্ঠিত হল তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল চত্বরে
অগ্নি নিরাপত্তা সচেতনতা শিবির অনুষ্ঠিত হল তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল চত্বরে। মঙ্গলবার দুপুরে তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল চত্বরের সামনে অগ্নি কান্ড ঠেকাতে কি কি সচেতনতা মূলক কর্মসূচি সকলের নেওয়া উচিত, তা স্বাস্থ্যকর্মী ছাড়াও উপস্থিত সাধারণ মানুষজনকে অবগত করেন তুফানগঞ্জ অগ্নি নির্বাপক কেন্দ্রের…