দীর্ঘ অপেক্ষার অবসান।রাশিয়ায় তৈরি দু’টি রণতরী চলতি বছরেই ভারতে চলে আসবে। ভারতীয় নৌসেনার শক্তি বৃদ্ধি করতে চলেছে এই দুই রণতরী – আইএনএস তুশীল এবং আইএনএস তমাল। অত্যাধুনিক প্রযুক্তিবিশিষ্ট দু’টি রণতরী ভারতীয় নৌবাহিনীর অর্ডারে তৈরি করেছে রাশিয়া। যদিও বছর দুই আগেই সেগুলি ভারতে পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ায় রণতরী তৈরির কাজ পিছিয়ে যায়। অবশেষে সেই কাজ প্রায় শেষের দিকে পৌঁছে গেছে । কিছু দিন আগে রাশিয়া থেকে ভারতীয় নৌসেনার একটি দল ঘুরে এসে জানিয়েছে, চলতি বছরের শেষের দিকেই ওই দু’টি যুদ্ধজাহাজ ভারতের হস্তগত হবে।
জাহাজ তৈরির খোঁজ নিতে ভারতীয় নৌসেনার চিফ অফ মেটেরিয়েল ডিরেক্টরেটের দল সম্প্রতি রাশিয়ায় যান। তাঁদের মতে, দু’টি জাহাজেরই নির্মাণকাজ শেষ হয়ে গেছে। বর্তমানে জাহাজ দুটির ট্রায়াল চলছে। প্রথম জাহাজ আইএনএস তুশীলকে সমুদ্রে নামিয়ে পরীক্ষা করে দেখছেন রাশিয়ান প্রযুক্তিবিদেরা। শীঘ্রই সেটি ভারতে পাঠানোর বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হবে। সব কিছু ঠিকঠাক চললে আগামী আগস্টেই ভারতে পৌঁছে যাবে যুদ্ধজাহাজ আইএনএস তুশীল।
দ্বিতীয় যুদ্ধজাহাজটির নাম আইএনএস তমাল। তারও নির্মাণ-পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা জোর কদমে চলছে। তবে সেই জাহাজটিকে এখনও জলে নামানো হয়নি। আশা করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে ওই দ্বিতীয় জাহাজটিও ভারতে পৌঁছবে । সূত্রে জানা যাচ্ছে রাশিয়ার সহায়তা নিয়ে ভারতের মাটিতে আরও দু’টি রণতরী তৈরি করা হচ্ছে ।ভারতীয় নৌসেনা আধিকারিকেরা জানিয়েছেন, গোয়া শিপইয়ার্ড লিমিটেডের সেই জাহাজ তৈরির কাজও দ্রুত এগোচ্ছে ।আশা করা হচ্ছে ২০২৬ সালের মধ্যে ওই দু’টি জাহাজও নৌসেনার বহরে যুক্ত হয়ে যাবে।