পূর্ব ঘোষণাকে সত্যি করে খেলার জগৎকে বিদায় জানালেন রজার

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খেলার জগৎকে বিদায় জানালেন তিনি। প্রতিযোগিতামূলক টেনিস থেকে অবসর নিলেন রজার ফেডেরার। টেনিস থেকে অবসর নেওয়ার কথা গত ১৫ সেপ্টেম্বর ঘোষণা করে দিয়েছিলেন রজার ফেডেরার। জানিয়েছিলেন লেভার কাপেই শেষ বার প্রতিযোগিতামূলক টেনিস খেলবেন। সেই খেলাও শেষ হল। শেষ হয়ে গেল আধুনিক টেনিসের একটা গোটা অধ্যায়। লন টেনিস র‍্যাকেট হাতে আর নামবেন না ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক।

জীবনের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী নাদালের সঙ্গে জুটি বাঁধতে চেয়েছিলেন। সেই ইচ্ছাও পূরণ হয়েছে। কিন্তু ম্যাচ জিততে পারেননি ফেডেরার। শুক্রবার লেভার কাপের ডাবলস ম্যাচে আমেরিকার জ্যাক সক এবং ফ্রান্সেস টিয়াফো জুটির বিরুদ্ধে ফেডেরার-নাদাল হেরে গিয়েছেন। নিজের ইচ্ছায় অবসর নিচ্ছেন, তাও যেন তিনি ব্যাপারটি মানতে পারছে না। চোখে জল, মুখে হাসি দেখা গিয়েছে তাঁর। এ যেন এক অন্য মুহূর্তে টেনিস বিশ্বের জন্য।

শেষ ম্যাচ শেষে স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরেন ফেডেরার। স্ত্রীর পরে দুই ছেলে, দুই মেয়ে, বাবা, মা’কে জড়িয়ে ধরেন। পরিবারের পরে সতীর্থ নোভাক জোকোভিচ, রাফায়েল নাদালরাও এসে জড়িয়ে ধরেন ‘রাজা’কে। কিন্তু আবেগ কিছুতেই কমে না, উলটে তা বাড়তেই থাকে। যারা এই দৃশ্য প্রত্যক্ষ করেছে তাদের সবার চোখেই জল। অর্থাৎ সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন তিনি।