পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বন্ধ থাকা তৃণমূলের দলীয় কার্যালয় খুলতে ভেটাগুড়িতে যেতে হলো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ জেলা নেতৃত্বদের। পুলিশের উপর ভরসা হারিয়ে নিজেরাই দলীয় কার্যালয় খোলার সিদ্ধান্ত নেয় তারা। তৃণমূলের পক্ষ থেকে দলীয় কার্যালয় খুলতে গেলে দলীয় কার্যালয়ে বোম মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ভেটাগুড়িতে। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি এলাকা। তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের কারণে কোন ঠাসা হয়ে পড়ে স্থানীয় তৃণমূল কর্মীরা। ভেটাগুড়ির সবজি বাজার এবং রেলগেটের পাশে অবস্থিত তৃণমূলের দুটি কার্যালয় বন্ধ থাকে দীর্ঘদিন। আজ উদয়ন গুহ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ জেলা নেতৃত্বরা সেই তৃণমূলের দলীয় কার্যালয়ে খোলার উদ্যোগ গ্রহণ করে। সকাল সকাল পৌঁছে যায় ভেটাগুড়িতে। খোলা হয় তৃণমূলের দলীয় কার্যালয়ে দুটি। দলীয় কার্যালয় খোলার পর পাশেই পথসভা করে তৃণমূল।পথসভা চলাকালীন তৃণমূলের দলীয় কার্যালয় এবং পথসভার পাশে পরপর দুটি বোম মারার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
Related Posts
দেবী চৌধুরানীর শ্মশান কালী মন্দিরে ভোগ দেওয়া হয় আমিষ, হাত-পা ধুইয়ে দেওয়া হয় সুরাতে
আজও আমিষ ভোগ দেওয়া হয় কালী মা-কে, দেওয়া হয় বোয়াল মাছ ও শোল মাছ। গভীর রাতে পুরোহিতদের দেখা যায় মদ বা সূরা দিয়ে মায়ের পা ধুয়িয়ে দিতে, মায়ের হাতে খালি বাটিতে মদ বা সূরায় ভরে দিতে। জলপাইগুড়ি দেবী চৌধুরানী শ্মশান…
ভবঘুরে দিদিদের নিয়ে ভাইফোঁটার আয়োজন মদনমোহন ঠাকুর বাড়িতে
ভাতৃ দ্বিতীয়ার শুভ লগ্নে কোচবিহার মদনমোহন বাড়ির সামনে যেসব ভবঘুরে দিদিরা থাকেন তাদেরকে সঙ্গে নিয়ে ভাইফোঁটা উৎসব পালন করলো এক সেচ্ছাসেবী সংগঠনের ।মদনমোহন ঠাকুর বাড়ির ভিতরে দুর্গা মন্ডপের সামনে এই ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল।সংগঠনে এক সদস্য বলেন দিদিরাও আমাদের সুন্দরভাবে…
শিলিগুড়ি পুরনিগমের বাজেট নিয়ে আলোচনায় ওয়াক আউট বিজেপি’র
শিলিগুড়ি পুরনিগমের বাজেট নিয়ে আলোচনায় ওয়াক আউট বিজেপি’র।শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড অফিস নিয়ে ঝামেলা। গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা বিকাশ সরকার। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে পুরনিগমে বাজেট প্রস্তাব নিয়ে আলোচনায় ওয়াক আউট বিজেপির। শুক্রবার পুরনিগমে বাজেট নিয়ে আলোচনা হয়। এদিনে…