পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বন্ধ থাকা তৃণমূলের দলীয় কার্যালয় খুলতে ভেটাগুড়িতে যেতে হলো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ জেলা নেতৃত্বদের। পুলিশের উপর ভরসা হারিয়ে নিজেরাই দলীয় কার্যালয় খোলার সিদ্ধান্ত নেয় তারা। তৃণমূলের পক্ষ থেকে দলীয় কার্যালয় খুলতে গেলে দলীয় কার্যালয়ে বোম মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ভেটাগুড়িতে। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি এলাকা। তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের কারণে কোন ঠাসা হয়ে পড়ে স্থানীয় তৃণমূল কর্মীরা। ভেটাগুড়ির সবজি বাজার এবং রেলগেটের পাশে অবস্থিত তৃণমূলের দুটি কার্যালয় বন্ধ থাকে দীর্ঘদিন। আজ উদয়ন গুহ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ জেলা নেতৃত্বরা সেই তৃণমূলের দলীয় কার্যালয়ে খোলার উদ্যোগ গ্রহণ করে। সকাল সকাল পৌঁছে যায় ভেটাগুড়িতে। খোলা হয় তৃণমূলের দলীয় কার্যালয়ে দুটি। দলীয় কার্যালয় খোলার পর পাশেই পথসভা করে তৃণমূল।পথসভা চলাকালীন তৃণমূলের দলীয় কার্যালয় এবং পথসভার পাশে পরপর দুটি বোম মারার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
Related Posts
ডিআরএমকে দাবিপত্র পাঠালো দিনহাটা স্টেশন পাড়ার বাসিন্দারা
অমৃত ভারত প্রকল্পের অধীনে দিনহাটা রেলস্টেশনের আধুনিকীকরণের কাজ অতি শীঘ্রই শুরু হচ্ছে। এই আধুনিকীকরণের জন্য রেলস্টেশনের পূর্ব ও পশ্চিম দিকের দুটি রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই রাস্তার দু’টি চালু রাখার দাবিতে আলিপুরদুয়ারস্থ রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার অর্থাৎ ডিআরএমকে দাবিপত্র পাঠালো…
উত্তরকন্যাতে অনুষ্ঠিত হলো টি এডভাইসারি কাউন্সিলের বৈঠক
চা বাগান এলাকাতে ক্রেস ও স্বাস্থ্য কেন্দ্র তৈরি ও পরিচালনার বিষয় নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যাতে অনুষ্ঠিত হলো টি এডভাইসারি কাউন্সিলের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী বুলু চিক বড়াইক, INTTUC এর রাজ্য সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শান্তা ছেত্রী,…
‘দিদির দূত’ গ্রামে পৌঁছানোর আগেই তৃণমূলের পোস্টার ছেড়ার অভিযোগ
রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ‘দিদির দূত’ কর্মসূচি পালনের জন্য গ্রামে আসবেন তার আগেই প্রস্তুতি নিয়েছে তৃণমূল নেতৃত্বরা, ঠিক তখনই দেখা যাচ্ছে তৃণমূল সুরক্ষা কবজের পোস্টার ছেড়া। এ ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। অবশ্য তৃণমূল ব্লক সভাপতি অনিমেষ দেবনাথ বলেন, “গ্রামের বাচ্চারা…