মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে পূর্ব মেদিনীপুরের তমলুক টোল প্লাজা এলাকায় ধুন্ধুমার কাণ্ড। ছিঁড়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। এদিন তৃণমূল পরিচালিত রঘুনাথপুর -২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করে বিজেপির কর্মীরা। এমনকি ওই তৃণমূল নেতার প্যান্ট খুলে দেওয়ার হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন ওই তৃণমূল নেতা। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই প্রসঙ্গে দলের কর্মীদের সমর্থন করলেন দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন, ‘পঞ্চায়েতের তৃণমূল নেতা ওখানে এল কী করে? নিশ্চয়ই মার খেতে এসেছে। পাওনা আছে। যদি এসে থাকে ভালো করে দেওয়া উচিত। হাসপাতালে ছেড়ে তাঁর ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেবে আমাদের কর্মীরা।’
এদিকে এই প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃনমূল। তৃণমূল বিধায়ক অজিত মাইতি জানান,‘নেত্রীর নির্দেশ মতো তৃণমূলের একটি প্রতিনিধি দল ওই আহত নেতাকে দেখতে হাসপাতালে গিয়েছে। আগামীকাল দলের তরফে একটি প্রতিবাদ মিছিল হবে।’