দিনহাটার সীমান্ত সংলগ্ন গীতালদাহ ২নং গ্রাম পঞ্চায়েতের জারি-ধরলা গ্রামে মাঝরাতে প্রচার করে আসার পর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ তাদের দলীয় কর্মী বাবু রহমান প্রচার সেরে যখন বাড়ি আসেন ঠিক সেই সময় দুষ্কৃতীরা তাদের সেই কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কোপ ও গুলি চালায়। পরবর্তীতে সেই কর্মীকে উদ্ধার করতে বাকি তৃণমূল কংগ্রেস সমর্থকরা গেলে তাদের উপরও গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আর সেই গুলিতে আরো গুরুতর যখন ছয় তৃণমূল কর্মী। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার জেরে প্রচন্ড উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে এলাকায় মোতায়ন রয়েছে বিপুল পুলিশ বাহিনী।
Related Posts
চলাচলের অযোগ্য ব্রিজ,সাঁকো থেকে পড়ে গিয়ে মৃত্যু এক ব্যাক্তির
দীর্ঘ প্রায় চার বছর ধরে ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে কোচবিহার এক নং ব্লকের চান্দামারী এলাকায় ধরলা নদীর উপর তৈরি ব্রিজ।সেজন্যই প্রাণ হাতে নিয়ে ব্রিজের পাশে তৈরি অস্থায়ী বাসের সাঁকোতে করে প্রত্যেকদিন যাতায়াত করতে হয় প্রায় কয়েক হাজার মানুষকে।আর এবার সেই…
বাড়ছে ডেঙ্গি, সচেতনতা অভিযানে নামলেন কালচিনির বিডিও
নতুন করে থাবা বসাচ্ছে ডেঙ্গি। কালচিনি ব্লকে গতকাল ও নতুন করে এক জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। পুজোর আগে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত কালচিনি ব্লক প্রশাসন। ডেঙ্গি রুখতে ময়দানে নেমে পড়েছে ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তর। বুধবারও কালচিনি…
বাইসনের হামলায় গুরুতর যখম তিনজন
ঘোকসাডাঙ্গা ছোট শিমুলকুড়ি এলাকায় বাইসনের হামলায় গুরুতর যখম তিনজন। আহতরা ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসাধীন। স্থানীয় সূত্রের খবর, আজ সকালে ঘোকসাডাঙ্গা ছোট শিমুল বাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দারা একটি বাইসন দেখতে পায়। বাইসন এর হামলায় ইতিমধ্যে তিনজন আহত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের…