পুলওয়ামায় ৪০জন সিআরপিএফ শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান হল আজ

পুলওয়ামায় ৪০জন সিআরপিএফ শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে প্রাক্তন সৈনিক সংঘ এবং আস্থা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কোচবিহার সাগরদিঘী চত্বরে অবস্থিত প্যাটন ট্যাংকের সামনে শহীদ দিবস পালন করা হয়।এদিন সকাল দশটা নাগাদ প্রথমে বীর শহীদদের ফটোতে ফুল নিবেদন এবং তার সাথে মোমবাতি ধুপকাঠি জ্বালিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা। সংগঠনের সদস্যদের পাশাপাশি বহু সাধারণ মানুষ এদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এই শহীদ দিবস উপলক্ষে পথ চলতি মানুষদের হাতে কিছু চারা গাছ তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও এই শহীদ দিবসে দুস্থ কুড়ি জন মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।