মর্মান্তিক দুর্ঘটনার একান্ন ঘন্টা পর চললো প্রথম ট্রেন

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। ভয়াবহ দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ২৮০ জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি আহতের সংখ্যা ছাড়িয়েছে ১১৭৫। চারিদিকে মৃত্যু মিছিল।

ট্রেন দুর্ঘটনার দীর্ঘ ৫১ ঘণ্টা পরে প্রথম ট্রেন চলল ওড়িশার বালাসোরের বাহানগা রেল স্টেশনের অভিশপ্ত লাইনে। প্রথমে একটি মালগাড়ি ডাউন লাইন দিয়ে ধীর গতিতে বেরিয়ে যায়। সেই সময় সেই স্থানে রেলের একাধিক উচ্চপদস্থ কর্তা ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

ডাউন লাইন দিয়ে ওই মালগাড়ি চলে যেতেই মালবাহী ট্রেনের উদ্দেশে হাত নাড়েন তিনি। অভিশপ্ত ট্র্যাককে হাতজোড় করে প্রণাম করেন রেলমন্ত্রী। এরপরই আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকেও ধন্যবাদ জ্ঞাপন করতে দেখা যায় রেলমন্ত্রীকে। প্রসঙ্গত, শুক্রবারের সেই ভয়াবহ দুর্ঘটনার পর শনিবার দুপুর থেকে রেলমন্ত্রীর তত্ত্বাবধানে প্রায় ১,০০০ জন শ্রমিক যুদ্ধকালীন তৎপরতায় লাইনের কাজ শুরু করে। সকালে প্রথমে ডাউন লাইন ও পরে সন্ধ্যার দিকে আপ লাইনও ঠিক হয়ে যায়।