আজ মহানগরীর বুকে তিন জায়গায় চলেছে ইডির হানা

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ইডির পক্ষ থেকে আজ কলকাতার এজেসি বোস রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড ও ক্যামাক স্ট্রিটের তিনটি নির্মাণকারী সংস্থার অফিসে তল্লাশি চালিয়েছে।

অনেকের মতে আজকে ইডির তিন জায়গায় তল্লাশির পিছনে রয়েছে বিশেষ কারণ। কালীঘাটের কাকুর টাকার সন্ধানে মূলত এই তল্লাশি অভিযান চালানো হয়েছে আজ বলে অনেকের অনুমান। আজকে তিন জায়গায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তল্লাশি নতুন করে রাজ্য সরকারের উপর চাপ বাড়াবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অন্যদিকে, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজ অভিযোগ তুলেছেন রাজ্যে অন্যায়ভাবে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে আই প্যাককে। শুভেন্দুর দাবি, এই দুর্নীতির সাথে যুক্ত রয়েছে রাজ্য সরকারের সংস্থা ওয়েবেল। এই ব্যাপারে তিনি তথ্য ও প্রমাণ পেশ করবেন আগামী মঙ্গলবার।