সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সোমবার সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
সোমবার রাতেই আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করে সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখা। তবে কেবল সন্দীপ নন, সোমবার রাতে সন্দীপ ঘোষের গ্রেফতারির পর আরও তিন জনকে পাকড়াও করে সিবিআই। সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলিকেও গ্রেফতার করে সিবিআই।
জানা গিয়েছে এদের মধ্যে আফসর আলি সন্দীপের নিরাপত্তারক্ষীর কাজ করতেন। বাকি সুমন ও বিপ্লব হাসপাতালের ভেন্ডর। আর জি করের ঘটনার পর থেকেই সিবিআই এর নজরে আসে সন্দীপ। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠে আসে। এর আগে সন্দীপ ঘোষের বাড়ি-সহ একযোগে ১৫ জায়গায় তল্লাশিতে চালায় সিবিআই।