শিলিগুড়ি শহরে অপরাধ মূলক কর্মকাণ্ড সংগঠিত করার আগেই পুলিশের হাতে ধরা পড়ে গেল তিন দুষ্কৃতী।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশের জালে তিন।মঙ্গলবার রাতে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশের কাছে খবর আসে বাবু পাড়া এলাকাতে কোন একটি বাড়িতে ডাকাতি করার জন্য ছক করছে ১০থেকে ১২জনের একটি দল।গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই বাবুপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।কিন্তু পুলিশের অভিযানের আঁচ পেয়ে বেশ কয়জন দুষ্কৃতি পালিয়ে যেতে সক্ষম হলেও শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশের হাতে ধরা পড়ে যায় তিন দুষ্কৃতি।ধৃতদের নাম প্রদীপ দাস,বিভাস দত্ত এবং রাহুল দাস।ধৃত প্রদীপ দাসের বাড়ি টিকিয়াপাড়ায়।বিভাস দত্তের বাড়ি এনজেপিতে।এবং রাহুল দাসের বাড়ি মাটিগাড়া থানা এলাকায়।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা ধারালো অস্ত্র সহ নানান সরঞ্জাম।ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুষ্কৃতীদের নাম তথ্য জোগাড় করে তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।ধৃত তিন দুষ্কৃতিকে বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করেছে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ।
Related Posts
Pramila Bahini lodges mass complaint against opening of licensed liquor shop near schools in Rajganj
Rajganj, Dec 18: Women of Pramila Bahini have lodged a mass complaint at Bhorer Alo police station in Rajganj against the opening of a government licensed liquor shop in their area.Women from Sahudangi, Shibnath Para, Baniyapara, Birban and surrounding areas…
শিলিগুড়িতে শান্তিতেই সম্পন্ন হল সূর্য দেবতার আরাধনা
দুর্গাপুজো, কালীপুজোর মতো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল ছট পুজো। বিগত দুবছর অন্যান্য উৎসবের মতো ভাটা পড়েছিল ছট পুজোতেও। সংক্রমনের জেরে তেমন কোনও ভিড় লক্ষ্য করা যায়নি ছট ঘাটগুলোতে। বিধি-নিষেধের মধ্য দিয়েই উদযাপন হল ছট পুজো। তবে এ বছর জাঁকজমকের সাথে পালন…
তীব্র গরমে দুপুরের জায়গায় সকালে স্কুল করানোর আবেদন শিক্ষা মন্ত্রী শংকর ঘোষকে
গত কয়েকদিন ধরো লাগাতার তীব্র তাপদাহে রীতিমতো জ্বলছে শিলিগুড়ি শহর সহ সংলগ্ন এলাকা। খুব বেশি প্রয়োজন না পড়লে সচরাসর বাড়ির বাইরে কেউ বের হতে চাইছে না৷ এমন পরিস্থিতিতে স্কুলগুলি খোলা থাকায় স্বাভাবিকভাবেই পড়ুয়ারা স্কুলে যেতে এক প্রকার বাধ্য হচ্ছে। ফলে…