শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশের জালে তিন

শিলিগুড়ি শহরে অপরাধ মূলক কর্মকাণ্ড সংগঠিত করার আগেই পুলিশের হাতে ধরা পড়ে গেল তিন দুষ্কৃতী।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশের জালে তিন।মঙ্গলবার রাতে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশের কাছে খবর আসে বাবু পাড়া এলাকাতে কোন একটি বাড়িতে ডাকাতি করার জন্য ছক করছে ১০থেকে ১২জনের একটি দল।গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই বাবুপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।কিন্তু পুলিশের অভিযানের আঁচ পেয়ে বেশ কয়জন দুষ্কৃতি পালিয়ে যেতে সক্ষম হলেও শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশের হাতে ধরা পড়ে যায় তিন দুষ্কৃতি।ধৃতদের নাম প্রদীপ দাস,বিভাস দত্ত এবং রাহুল দাস।ধৃত প্রদীপ দাসের বাড়ি টিকিয়াপাড়ায়।বিভাস দত্তের বাড়ি এনজেপিতে।এবং রাহুল দাসের বাড়ি মাটিগাড়া থানা এলাকায়।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা ধারালো অস্ত্র সহ নানান সরঞ্জাম।ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুষ্কৃতীদের নাম তথ্য জোগাড় করে তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।ধৃত তিন দুষ্কৃতিকে বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করেছে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ।