কিছুটা কম হলেও চিন্তা থেকেই যাচ্ছে করোনা সংক্রমণের সংখ্যায়

বিগত বেশ কয়েকদিনের বাড়তে থাকা করোনা সংক্রমণের পর আজ একটু হলেও স্বস্তি মিললো সংক্রমণের সংখ্যায়। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন। চল্লিশ হাজারের নিজে নামলো সংক্রমণের সংখ্যা। বেশ কয়েকদিনের টানা বাড়তে থাকা সংক্রমনের সংখ্যায় চিন্তা বাড়ছিলো চিকিৎসক মহলে। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬২১। পাল্লা দিয়ে কমেছে দৈনিক মৃত্যুও। একদিনে করোনার বলি ২১৯ জন। এ বছর ৩০ মার্চের পর দৈনিক মৃতের সংখ্যা এই প্রথম এত কম হল। অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪০ হাজার ৭৫২ জন।  আর গত ২৪ ঘণ্টায় দেশে মহামারীর কবল থেকে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯০৩ জন। আক্রান্ত কম হওয়ায় গত ২৪ ঘণ্টায় দেশে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। পাঁচ মতো কমলেও তা চার লক্ষের বেশি রয়েছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৪ হাজার ৮৭৪ জন।

করোনার তৃতীয় ঢেউ রুখতে দেশজুড়ে আরও জোরদার হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। এখনও পর্যন্ত দেশে মোট ৬৮ কোটি ৭৫ লক্ষ ৪১ হাজার ৭৬২ জন টিকা পেয়েছেন। রাজ্যে রাজ্যে টিকা সরবরাহ নিয়ে তৎপরতা বেড়েছে কেন্দ্রের। এ রাজ্য়ের স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, সোমবারই রাজ্যে ২৪ লক্ষ ডোজ কোভিশিল্ড আসছে। তিনটি বিমানে পুনে থেকে আসবে কোভিশিল্ড ভ্যাকসিন। বাগবাজারের সেন্ট্রাল স্টোরে রাখা হবে টিকা।  তাই সেখানকার কোল্ড চেন ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। এখনই সেন্ট্রাল স্টোরে প্রায় ৮ লক্ষ ডোজ ভ্যাকসিন রয়েছে। তার মধ্যে ২৪ লক্ষ ডোজ এলে মোট ৩২ লক্ষ ডোজের ভ্য়াকসিন সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

Leave a Reply