চলতি বছর দুই বাংলাতেই ভালো রকম ইলিশ ধরা পড়েছে

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। চলতি বছর শ্রাবণের প্রারম্ভ থেকেই ইলিশের আমদানি প্রচুর। কলকাতার বাজারগুলিতে বেশ ভালো রকম রয়েছে ইলিশ মাছের যোগান।

তবে কমছে না দাম, কারণ হিসেবে বলা হচ্ছে বহু ব্যবসায়ী হিমঘরে মজুত রাখেন ইলিশ। ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলেও সেই টাকা পাচ্ছেন না মৎস্যজীবীরা, সেই টাকা উল্টে যাচ্ছে মজুতদারদের কাছে। অনেকেই বলছেন পুজোর সময় বাড়তে পারে ইলিশ মাছের যোগান। অন্যদিকে তুলনামূলকভাবে ইলিশের যোগান বেড়েছে দিঘাতেও। এখনো পর্যন্ত প্রায় ২৫০ মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে দিঘায়।

তবে এই বছর অবশ্য দুই বাংলাতেই ভালো রকম ইলিশ ধরা পড়েছে। কিছুদিন আগে পর্যন্ত দেখা যাচ্ছিল বাংলাদেশের মৎস্যজীবীরা প্রচুর পরিমাণ ইলিশ সংগ্রহ করছেন। সেই দেখে অনেকেই মনে করছিলেন ওপার বাংলায় হয়ত প্রচুর পরিমাণ ইলিশ চলে যাচ্ছে।