এবার মোড় ঘুরতে পারে নিয়োগ দুর্নীতি মামলায়

বিগত বেশ কিছু বছর ধরে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আচমকাই বিকাশ ভবনে হানা দেয় সিবিআই।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তিন দিন ধরে রাজ্যের শিক্ষা দফতরের কার্যালয়ে তল্লাশি চলে। এরপর বস্তাভর্তি কাগজপত্র নিয়ে বেরোয় তদন্তকারীরা। বিকাশ ভবনের গুদাম থেকে একাধিক ‘গুরুত্বপূর্ণ’ নথি হাতে পেয়েছে CBI।

সেই সকল কাগজপত্র প্রাথমিক নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত বেশ কিছু জরুরি তথ্য থাকতে পারে বলে মনে করছে CBI। যদি সত্যি এমনটা হয় তাহলে এই মামলার মোড় ঘুরে যেতে পারে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল। এবার এই মামলার তদন্ত কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার।