এবার আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্ক করল আবহাওয়া দফতর

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। পূর্বাভাস অনুযায়ী সিত্রাং-এর তাণ্ডব চলছে বিগত কদিন৷ বাংলাদেশে তাণ্ডব চালিয়ে সদ্যই বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং৷ প্রলয় ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও পুরোপুরি নির্ধারণ করে উঠতে পারেনি ঢাকা। সিত্রাং-এর ক্ষত শুকনোর আগেই ফের অশনি সঙ্কেত৷ সমুদ্রের বুকে মাথাচাড়া দেবে আরও এক দানব ঘূর্ণি৷ নতুন নাম নিয়ে আছড়ে পড়বে উপকূলে৷

তাৎপর্যপূর্ণভাবে সিত্রাং আসার আগেও সতর্কতা জারি করেছিল ওপাড় বাংলার আবহাওয়া দফতর৷ সে পূর্বাভাস মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে৷ বাংলাদেশের উপর আঘাত হেনেছে সিত্রাং৷ তবে তা ভারতের কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে৷ এর কোনও প্রভাব এ রাজ্যে পড়েনি৷ আগামী ডিসেম্বর মাসে আরও একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে আগাম সতর্ক করে দিলেন বাংলাদেশ আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান৷

আবহাওয়া দফতরের হুঁশিয়ারির কথা জানিয়েছেন সে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মহম্মদ এনামুর রহমানও। পাশাপাশি তিনি জানান, ডিসেম্বরে সম্ভাব্য যে ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে, সে বিষয়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী। সিত্রাং-এর তাণ্ডবে তছনছ বাংলাদেশের উপকূলীয় এলাকার তিনটি বিভাগ চট্টগ্রাম, বরিশাল ও খুলনার জনজীবন৷ নিহতের সংখ্যা ৩৩ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷