বিগত বেশ কয়েকদিন ধরেই এসএসসি গ্রুপ ডি নিয়োগ নিয়ে সরগরম রয়েছে রাজ্য। আবার এর মাঝেই এসএসসি গ্রুপ সির দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। সেই নিয়ে ইতিমধ্যেই তোলপাড় কারণ অভিযোগ কমপক্ষে ৪০০ জনের ভুয়ো নিয়োগ হয়েছে। এই মামলায় আজ শুনানিতে আবেদনকারী ৩৫০ জনের নিয়োগ সংক্রান্ত চিঠি সহ তালিকা জমা করল আদালতে। এখানে তাদের নাম রয়েছে যাদের বাতিল তালিকা থেকে নিয়োগ করা হয়েছিল।
এই মামলায় আপাতত আদালত নির্দেশ দিয়েছে, মধ্য শিক্ষা পর্ষদ এই তালিকা খতিয়ে দেখবে। দেখবে এসএসসি থেকে রেকমেন্ডেশন চিঠি পেয়ে তারা নিয়োগ করেছে কি না। বোর্ডের চেয়ারম্যান এসএসসির রেকমেন্ডেশন চিঠি সংরক্ষণ করে রাখবে সিল করা খামে। এসএসসি এই তালিকা ৪ দিনের মধ্যে খতিয়ে দেখবে। যদি দেখে বাতিল তালিকা থেকে নিয়োগ হয়েছে। তাহলে ৪ দিন পরে সেই জেলার অথরিটিকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানাবে। ৩৫০ জনের মধ্যে যাদের বাতিল হবে তাদের এই মামলায় সংযুক্ত করা হবে। তাদের স্পীড পোস্টের মাধ্যমে জানাবে এসএসসি। ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানি এই মামলার।
প্রসঙ্গত, জানা গিয়েছে যে, পূর্ব মেদিনীপুর জেলায় গ্রুপ সি পদে প্রায় ৪০০ জনের ভুয়ো নিয়োগ হয়েছে এবং তার জন্যই ওই এলাকার এক বাসিন্দা মামলা দায়ের করেন। সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ যে সংশ্লিষ্ট পদে যে ব্যক্তি রয়েছে সঙ্গে সঙ্গে তার বেতন বন্ধ করতে হবে। আরও জানা গিয়েছে, যে ৪০০ জনের কথা বলা হচ্ছে তাদের মধ্যে ইতিমধ্যেই সাড়ে ৩০০ জন এপোয়েন্টমেন্ট লেটার পেয়ে গিয়েছে। এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি আগামী দু’দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং মধ্যশিক্ষা পর্ষদকেও সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত এসএসসি গ্রুপ ডি নিয়ে বিতর্ক বহাল ছিল। সেই মামলা কতদূর গড়াবে তা এখনো আন্দাজ করে বলা যাচ্ছে না। তার মধ্যে এবার এসএসসি গ্রুপ সি নিয়ে বড় অভিযোগ।