এবার হাত ছাড়া হলো সিঙ্গুর সমবায় সমিতি

নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে যে বাংলায় ভালো পারফরম্যান্স করে নিজের পায়ের তলার মাটি আরও শক্ত করেছে তৃণমূল। ২৯ খানা লোকসভা দখল করেছে জোড়াফুল শিবির।

আর এরই মাঝে এবার সিঙ্গুরে উড়ল সবুজ আবির। দীর্ঘ ৩৫ বছর পর সিঙ্গুরে সমবায় সমিতি সিপিএমের হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। অবসান তিন দশকের ইতিহাসের। সিঙ্গুর বিধানসভার নসিবপুর অঞ্চলের গোবিন্দপুর সমবায় সমিতির নির্বাচন হয়।

ভোটের ফলাফল সামনে আসতে দেখা যায় মোট ৪৫ আসনের মধ্যে সবগুলোতেই জয়ী তৃণমূল। সিপিএম ও বিজেপিকে শুন্যে নামিয়ে জয়ের পতাকা উত্তোলন করলেন তৃণমূল প্রার্থীরা। রাজ্য থেকে বহু আগেই বামেরা বিদায় নিলেও এই সমবায় বরাবরই ছিল তাদের দখলে। কিন্তু সেখানেও বিদায়।