এবার থেকে বদলাতে পারে নিয়ম৷ এবার ইউপিআই পেমেন্টের উপর বসতে চলেছে চার্চ৷ ২০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে ১.১ শতাংশ চার্জ বসানোর সুপারিশ করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। যা সাধারণ ব্যবসায়ীদের কাছে বড় ধাক্কা৷
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইউপিআই-এর মাধ্যমে মার্চেন্ট লেনদেনের উপর ‘প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস (পিপিআই)’ চার্জ বসানো হচ্ছে৷ ১.১ শতাংশ সারচার্জ আরোপ করার সুপারিশ করা হয়েছে৷ এর ফলে কয়েক লক্ষ ব্যবসায়ী বিপাকে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ তবে একটাই স্বস্তি যে, আপাতত সাধারণ নাগরিককে কোনও চার্জ দিতে হবে না, শুধুমাত্র মার্চেন্ট অ্য়াকাউন্ট ইউজারদেরই এই চার্চ দিতে হবে৷
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে ১ এপ্রিল থেকে ২০০০ টাকার উপরে লেনদেনের উপর ১.১ শতাংশ সারচার্জ আরোপ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষ না, আপাতত ব্যবসায়ীদেরই উপরেই বসছে চার্জ। ৩০ সেপ্টেম্বর ২০২৩ বা তার আগেই এই বিষয়ে পর্যালোচনা করার কথা বলা হয়েছে। ইউপিআই লেনদেন দামি হলে Google Pay, Phone Pay এবং Paytm-এর মতো ডিজিটাল লেনদেন ভিত্তিক পেমেন্টের খরচও বেড়ে যাবে৷