এবার ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সম্পর্ক

বর্তমানে আবার নতুন করে রাজ্যসরকার ও রাজ্যপালের সংঘাত চরমে উঠেছে। কেন্দ্রের ইশারায় রাজ্যপাল সিভি আনন্দবোস কাজ করছেন বলেই তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উপাচার্য নিয়োগ নিয়ে তো সংঘাত চরমে পৌঁছেছিল। এই আবহেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেছিলেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজোর পর রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানাতেই রাজভবন গেছিলেন তৃণমূল সুপ্রিমো। সম্প্রতি উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের মামলা সুপ্রিম পর্যন্ত গড়িয়েছে। সেখানে রাজ্যের সর্বোচ্চ আদালতে রায় রাজ্যপাল বোসের পক্ষে না গেলেও উভয় পক্ষকেই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিল আদালত।

পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, রাজ্যের প্রশাসনিক প্রধান ও সাংবিধানিক প্রধানের মধ্যে কোনও ইগো থাকবে তেমনটা প্রত্যাশিত নয়। বরং তাদের মধ্যে যাতে সমন্বয় থাকা উচিৎ। তবে এই সাক্ষাতে দুই পক্ষের মধ্যে সম্পর্ক কিছুটা হলেও স্বাভাবিক হতে পারে।