শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত৷ নাম জড়িয়েছে একাধিকের, গ্রেফতার হয়েছে অনেকে৷ এই পরিস্থিতিতে দীর্ঘ সময় পর অবশেষে ডেটা রুমের দখল পেতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার ডেটা রুম এসএসসি-র হতে তুলে দেওয়া হবে বলে জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এদিন অসুবিধার কথা জানতে নিজে আদালতে আসেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তাঁর আর্জির প্রেক্ষিতেই বিচারপতি জানিয়েছেন যে তিনি শীঘ্রই নিষেধাজ্ঞা তুলে দেবেন। এদিন আদালতে এসএসসির চেয়ারম্যান বলেন, ওই ডেটা রুমে তিনটি সার্ভার রয়েছে। শর্ত সাপেক্ষে ডেটা রুম ব্যবহার করতে পারছেন তাঁরা।
শুধুমাত্র আদালতের নির্দেশ পালনের জন্য ডেটা রুম ব্যবহার করতে পারছেন ঠিকই কিন্তু ডেটা রুম পুরোপুরি ব্যবহার করতে না পারার জন্য অনেক কাজে অসুবিধা হচ্ছে। তিনি এই বিষয়ে আরও বলেন, তাদের তিনটি সার্ভার রয়েছে। ওয়েব সার্ভার, ডেটা সার্ভার রয়েছে।
বিভিন্ন বিজ্ঞাপন দেওয়ার জন্যও সেই সার্ভার গুলো ব্যবহারের প্রয়োজন। সেই কারণে যেন তাদের ডেটা রুম ব্যবহার করতে দেওয়া হয়। এই আর্জির প্রেক্ষিতে বিচারপতি জানান, বৃহস্পতিবার বিষয়টির শুনানি করে তিনি নিষেধাজ্ঞা তুলে দেবেন।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার পরেই সিবিআই ডেটা রুম সিল করে দিয়েছে। কলকাতা হাইকোর্টও জানিয়েছিল যে, দ্রুত ডেটা রুম হাতে পাবে না এসএসসি। বিচারপতি জানিয়েছিলেন, ৭ সেপ্টেম্বর পর্যন্ত কোনও নথি প্রয়োজন হলে সিবিআই এবং এনআইসি মারফত তা জানতে পারবে এসএসসি। এদিন এই সংক্রান্ত বিস্তারিত রায় দেবেন বিচারপতি। বুধবারই তাই আদালতে এসে ডেটা রুম হাতে পাওয়ার আর্জি জানাল কর্তৃপক্ষ।