এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান

প্রকাশ্যে এলো আরও এক বড় দুর্নীতি৷ সম্প্রতি মহানগরীর বুকে কয়েক কোটি কোটি টাকা উদ্ধারকে কেন্দ্র করে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েক সপ্তাহ আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার করে গিয়েছিল প্রায় ৫০ কোটি টাকা। কুবেরের ধনকেও হার মানাবে অর্পিতার ফ্ল্যাটের ছবি৷

সেই টাকার ছবি দেখে চক্ষুচড়কগাছ হয়েছিল বঙ্গবাসীর। এবার হালিশহর পুরসভার চেয়ারম্যানের নিউটাউনের ফ্ল্যাট থেকে মিলেছে ৫০ থেকে ৬০ লক্ষ টাকা। তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। চিটফান্ড মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

সন্মার্গ কোঅপারেটিভ চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছেন হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। সূত্রের খবর, গোপন তথ্য পেয়েই তাঁর ফ্ল্যাটে হানা দিয়েছিল সিবিআইয়ের একটি দল। হানা দিয়েই ঘর থেকে উদ্ধার হয় প্রায় ৬০ লক্ষ টাকা।

এত টাকা তিনি কোথায় পেলেন, এই টাকার উৎস কী, সেই ব্যাপারে কিছুই জানাতে পারেননি রাজু। সেই প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। গোয়েন্দা সূত্রে খবর, বিপুল পরিমাণ নগদ অর্থই নয় রাজু সাহানির বাড়ি থেকে খোঁজ মিলেছে থাইল্যান্ডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও। সেখানেও তিনি কিছু টাকা পাঠিয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

তবে এখনও পর্যন্ত খবর পাওয়া গিয়েছে তল্লাশি চালানো হচ্ছে এবং আরও বেশি টাকাও উদ্ধার হতে পারে। তবে টাকার সঙ্গে আরও কিছু উদ্ধার হয় কিনা সে দিকেও নজর রাখছে সকলে। জানা গিয়েছে, এই রাজু সাহানিকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল সিবিআই। এদিন তিনি হালিশহরে ছিলেন না, তাঁর খোঁজে এই নিউটাউনে এসেছিল সিবিআই। এখান থেকেই তাঁকে গ্রেফতার করে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।