এবার উত্তরের জঙ্গল বাঁচানোর লক্ষে আওয়াজ তুললেন শংকর ঘোষ

এবার উত্তরের জঙ্গল বাঁচানোর লক্ষে আওয়াজ তুললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এসে এমন টাই জানালেন বিধায়ক। বিধায়ক বলেন রাজ্য সরকার ক্রমাগত উত্তরের সবুজয়ানকে ধ্বংস করছে এই নিয়ে কলকাতায় গ্রিন ট্রাইব্যুনালে বিজেপির পক্ষ থেকে বিধায়কেরা সম্মিলিতভাবে একটি অভিযোগ দায়ের করবেন।

বিধায়ক জানান, “উত্তরবঙ্গের লাটাগুড়ির জঙ্গলের মধ্যে পর্যটনের বসতি গড়ে তুলছে, তাতে স্বভাবতই সবুজায়ন ধ্বংস হচ্ছে। তাই নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে কিন্তু তার উত্তর আজ অব্দি পাননি বিধায়ক। সাংবাদিক বৈঠক করে এদিন বিধায়ক জানান খুব শীঘ্রই লাটাগুড়ি জঙ্গল ধ্বংস করার বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা।”