এবার নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে নতুন অভিযোগ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সামনে আরেক কাহিনী। বাংলার স্কুলে চাকরি করছেন ভিন দেশের নাগরিক। একজন বাংলাদেশি, হ্যাঁ এবার ঠিক এমনই অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।

হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে মামলাটি। সমস্ত অভিযোগ শুনে সেই ‘বাংলাদেশি’ শিক্ষককে এবার খুঁজে, সোজা আদালতে ধরে আনার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতে মামলা দায়ের হয়েছিল দক্ষিণ দিনাজপুরের এক স্কুলের প্রাথমিক শিক্ষক উৎপল মণ্ডল নামক এক ব্যক্তির নামে। ওই শিক্ষক নথি জাল করে চাকরি পেয়েছেন।

মামলাকারীর আইনজীবীর দাবি, উৎপল মণ্ডল ২০১২ সালে বেআইনিভাবে ওপার বাংলা থেকে এদেশে অনুপ্রবেশ করেন। তারপর একপ্রকার জোর করেই তার মক্কেলের জমিতে পরিবারকে নিয়ে বসবাস শুরু করেন। অন্যদিকে, উৎপলের বেতন ও স্কুলে ঢোকার উপরও নিষেধাজ্ঞাও জারি করেছে হাইকোর্ট। আগামী ৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।