এবার অতি ভারী বৃষ্টির জলে ভূমিধসের কবলে মণিপুর

বৃষ্টি থামার নাম নেই উত্তরাঞ্চলে। অনবরত বৃষ্টির ফলে বেড়ে চলেছে ভূমিধস। অসমের পর এবার বড়সড় প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী মণিপুর। বিগত কয়েকদিন ধরে ভারতের এই পার্বত্য রাজ্যে শুরু হয়েছে জোর বর্ষণ। আর তাঁর জেরেই ভোররাতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘতলেই রাজ্যে।

জানা যাচ্ছে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। নিখোঁজ ৬০। মাটির তলায় এখনও কতজন চাপা পড়ে রয়েছেন, প্রশাসন সে ব্য়াপারে কিছু বলতে পারছে না। ঘটনাস্থলের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছে আধা-সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

স্থলসেনাবাহিনীর কোহিমা ইউনিটের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল সুমিত শর্মা জানিয়েছেন, ‘ভোররাতে মণিপুরের নির্মীয়মাণ তুপুল রেলস্টেশনের কাছে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ১০জনেক মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত বহু।

তাদের মধ্যে কয়েকজনের চিকিৎসা চলছে সেনা হাসপাতালে। কয়েজনের চিকিৎসা চলছে ননি সরকারি হাসপাতালে। ভূমিধসে আটকে পড়া মানুষজনকে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উত্তর-পূর্ব সীমান্ত রেলের কর্মীরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।’

স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে মণিপুরের টুপুল রেল স্টেশনের কাছে ব্যাপক ধস নামে। সেখানেই কর্মরত ছিল ভারতীয় সেনা বাহিনীর ১০৭ নম্নর ব্যাটেলিয়নের টেরিটোরিয়াল আর্মির সদস্যরা। ধসের কারণে আটকে যায় বেশ কয়েকজন। কয়েকজনকে উদ্ধার করা গেলেও এখনও আটকে রয়েছে অনেকে।

আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।  উদ্ধারকাজ চলাকালীন নতুন করে ধস হয়। সেনা বাহিনীর এক কর্মকর্তার মতে, আবহাওয়াও খারাপ হওয়ার কারণে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া ঠিক হলে ফের উদ্ধারকাজ শুরু হবে বলে জানান তিনি। ঘটনাস্থলে রয়েছে ভারতীয় সেনা বাহিনীর হেলিকপ্টার।