বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
কোনও জবাব দিতে পারেননি ইডির আইনজীবীরা। জবাব দেওয়ার জন্য আদালতের কাছে সময় চেয়ে নিয়েছে ইডি। নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি থাকলে, সেই ব্যক্তি দেশ ছাড়তে চাইলে, অভিবাসন দফতরের তরফে সংশ্লিষ্ট দফতরকে জানাতে হবে।
সেই মতো রুজিরার ক্ষেত্রে অভিবাসন দফতরের তরফে ইডিকে জানানো হয়েছিল। তারপরও কেন আটকানো হয়, সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রুজিরা। এর পরই আইনজীবী সিব্বল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়টিও আদালতে তুলে ধরেন। পরবর্তী শুনানি আগামী শুক্রবার।