বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে এবার ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আর্থিক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদ করতে ২১ ফেব্রুয়ারি তাকে দিল্লিতে ইডির সদর দফতরে ডেকে পাঠিয়েছে গোয়েন্দা সংস্থা। বেশ কিছু নথি নিয়ে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগেও এই একই মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন দেব।
পূর্বে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি এই মামলায় দেবকে কলকাতায় নিজামে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেই সময়, গরু পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করে দেবের নাম সামনে এসেছে। তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার ফের দেবকে তলব ঘিরে শোরগোল পড়েছে রাজ্য-রাজনীতিতে।