বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বিগত কিছুদিন ধরে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে রাজ্যে দফায় দফায় তল্লাশি চালিয়ে তদন্তকারী সংস্থা।
তবে এবার খাদ্য বা শিক্ষা দুর্নীতি নয়। এবার ১০০ দিনের কাজে ‘দুর্নীতি’র তদন্তে নেমে মুর্শিদাবাদে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে হানা দিয়েছে ইডি। বহরমপুরের বিষ্ণুপুর রোড এলাকায় রথীন দে নামে এক প্রাক্তন পঞ্চায়েতের কর্মীর বাড়িতে হানা দেয় ইডির টিম।
জমির দলিল থেকে শুরু করে বাড়ির সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, নথি ইত্যাদি খুঁটিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, নওদা পঞ্চায়েতে নির্মাণ সহায়ক হিসাবে দীর্ঘ দিন কাজ করেছেন ওই কর্মী। সেই সময়ই তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। উল্লেখ্য, ১০০ দিনের কাজে দুর্নীতিতে তদন্ত এই প্রথম কোনও পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডির তল্লাশি অভিযান।