বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে পার্থ, জ্যোতিপ্রিয়র পাশাপাশি এবার ইডি টার্গেট লিস্টে উঠে এসেছে মন্ত্রী অরূপ বিশ্বাসের নামও।
জানা গিয়েছে, ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী তথা তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে, ঘাসফুল শিবিরের এই নেতা অবশ্য বেশ খানিকটা সময় চেয়েছেন। কিন্তু, ইডি সেই সময় দেবে কি না, তা এখনও নিশ্চিত নয়৷
ইডি আধিকারিকদের দাবি অনুযায়ী, ২০১৪ সালের নির্বাচনী প্রচারের জন্য তৃণমূলের কয়েক কোটি টাকা মিটিয়ে দিয়েছিল চিটফান্ড অ্যালকেমিস্ট। তবে, ঠিক কি কারণে অ্যালকেমিস্টের সঙ্গে ঘাসফুলের এই লেনদেন এবং সেই তথ্য যাচাইয়ের জন্যেই ডেকে পাঠানো হয়েছে অরূপ বিশ্বাসকে।