এবার প্রকাশ্যে এসেছে আরও এক প্রকল্পে দুর্নীতির অভিযোগ

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এবার নয়া অভিযোগ কৃষকবন্ধু প্রকল্পের টাকা নয়া অভিযোগ বঞ্চিত হচ্ছেন শতাধিক কৃষক।

জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের কৃষকদের টাকা যাচ্ছে বিহারের অ্যাকাউন্টে। প্রশাসনে বেশি লোক বিজেপির, দাবি রাজ্যের শাসক দলের। জানা যাচ্ছে, কৃষকদের নামে আইডি সক্রিয় হলেও টাকা অন্য অ্যাকাউন্টে যাচ্ছে। নাবালকদের অ্যাকাউন্ট বানিয়ে সেখানেও টাকা ঢোকানো হচ্ছে।

ফলে বঞ্চিত হচ্ছেন বহু কৃষক। এই দুর্নীতির নেপথ্যে সক্রিয় দালাল চক্র রয়েছে বলে খবর। তবে প্রশাসনের কাছে কোনও খবর নেই। দুর্নীতি নিয়ে TMC-র দাবি, প্রশাসনে বিজেপির লোকেরা রয়েছে। অন্যদিকে গেরুয়া শিবিরের বক্তব্য, TMC-র মদতেই সম্পূর্ণ দুর্নীতি হচ্ছে।