আজ সকালেই সিবিআইয়ের হানা মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে

এই মুহূর্তে একাধিক দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ একদিকে যেমন শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা ও গরুপাচার কাণ্ডে তৎপরতা তুঙ্গে তেমনই অন্যদিকে কয়লা পাচারকাণ্ডের তদন্তে গতি নিয়েছে৷ কয়লা পাচারকাণ্ডে মন্ত্রী মলয় সিনহার বাড়িতে সিবিআই হানা৷

আজ অর্থাৎ বুধবার সাত সকালে মলয়ের আসানসোলের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ কয়লা কাণ্ডে বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় গোয়েন্দারা যে তথ্য সংগ্রহ করছেন, তার উপর ভিত্তি করেই আজকের অভিযান৷ এদিন আসানসোলে মলয়ের দু’টি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই।

মলয় ঘটকের বাড়ির এক নিরাপত্তা রক্ষী বলেন, বুধবার সকাল ৮টা ১৫ নাগাদ সিবিআই আধিকারিকরা এখানে আসেন। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ তারা পুরো বাড়ি ঘিরে ফেলেছে৷ আসানসোলের আকতার রোড গার্ডেন এবং জেলিডাঙায় মলয়ের দু’টি বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই।

বাড়িতে ঝোকার পরেই পরিবারের সদস্যদের মোবাইল ফোন জমা রাখা হয় বলে সূত্রের খবর। তল্লাশি চলছে কলকাতাতেও৷ সব মিলিয়ে মলয় ঘটকের তিনটি বাড়িতে অভিযান চালাচ্ছে সিবিআই। পরে তাঁর অফিসেও যায় কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি দল।