বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে মাধ্যমিক হোক বা উচ্চমাধ্যমিক প্রশ্নফাঁসের ঘটনা প্ৰতি বছরই ঘটে থাকে।
সেই ঘটনায় লাগাম দিতে এবার মাস্টারস্ট্রোক। প্রশ্নফাঁস রুখতে আগেভাগেই সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করতে প্রশ্নপত্রে ইউনিক কোডের ওয়াটারমার্ক বসাতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
যাতে করে এতে কেউ প্রশ্নপত্রের ছবি ফাঁস করলে সঙ্গে সঙ্গেই তাকে সনাক্ত করা যাবে। এককথায় বলতে গেলে নাতেনাতে ধরা যাবে। প্রতিটি প্রশ্নপত্রে থাকবে আলাদা আলাদা কোড নম্বরের ওয়াটারমার্ক। তার অপর ছাপা থাকবে প্রশ্ন। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পৃথক ভাবে প্রশ্নপত্রে কোডিং সিস্টেম চালু করার কথা জানিয়েছে।