বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। এলাকার হিন্দু মহিলাদের উপর হওয়া অত্যাচার, ধর্ষণ ও আদিবাসীদের জমি দখল করে নেওয়ার ঘটনায় ইডি, সিবিআইয়ের হাতে দায়ভার তুলে দিল আদালত।
এই ঘটনায় আদালতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। জানা যাচ্ছে, আগামী সোমবার এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
আসন্ন শুনানিতেই ইডি ও সিবিআইকে নিযুক্ত করল আদালত। এই মামলায় আদালত বান্ধব হিসেবে নিযুক্ত করা হয়েছে আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়কে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সন্দেশখালি মামলায় উদ্বেগ প্রকাশ করেছেন।