বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে তীব্র দাবদাহের জেরে গত ২২ এপ্রিল রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি ঘোষণা করে রাজ্য সরকার।
তবে সিলেবাস শেষ করার জন্য জানানো হয়েছে, অতিরিক্ত গরমের কারণে বিদ্যালয়ের সময়সূচিতে বদল আনা যেতে পারে। ইতিমধ্যেই বহু বিদ্যালয়ে সকাল সকাল পঠনপাঠন শুরু হয়েছে। পড়াশোনার ঘাটতি মেটাতে এক অভিনব উপায় বের করল সিউড়ী ১ নম্বর ব্লকের কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল হাই স্কুল।
সিলেবাস শেষ করতে ছুটির দিন তথা রবিবারেও পঠনপাঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটানা ৫০ দিনের ছুটি থাকার কারণে পড়াশোনায় অনেকটাই প্রভাব পড়েছে, ঘাটতি তৈরি হয়েছে। পড়াশোনার ঘাটতি মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।