বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গত প্রায় ৯৬ ঘন্টা ধরে বর্ষা আটকে রয়েছে মালদহে।
তবে এদিন ভোরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবারের তুলনায় বেশ খানিকটা কম। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ। কলকাতার আকাশে মেঘের আনাগোনা বজায় থাকবে বলে জানানো হয়েছে। শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ১৯ জুন অর্থাৎ সোমবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে এই তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে।