আগামী দু বছরের জন্য নতুন বিচারপতি পেতে চলেছে কলকাতা হাই কোর্ট৷ বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হল, কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানমকেই প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হচ্ছে৷
চলতি বছর ৯ ফেব্রুয়ারি কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে শিবজ্ঞানমের নাম সুপারিশ করে দেশের শীর্ষ আদালতের কলেজিয়াম। প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম বিজ্ঞপ্তি দিয়ে তাঁদের সুপারিশের কথা জানান। এর পর গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে শিবজ্ঞানমের নাম মঞ্জুর করে কেন্দ্রীয় আইনমন্ত্রক।
তাঁর নাম মঞ্জুর হওয়ার পর এপ্রিল থেকে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করেন তিনি। কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি দিয়ে তাঁকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হল। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বিচারপতি হিসাবে হাই কোর্টে মেয়াদ শেষ হবে তাঁর৷